ক্রীড়ায় রমজান
ছিলেন সোমালিয়ার প্রত্যন্ত এলাকার অতি সাধারণ এক ছেলে। নিজের পরিবারে যাকে ডাকা হতো হুসেইন আবদি কাহিন বলে। ভাগ্যের জোরে সেই ছেলেটি হয়ে ওঠেন বিশ্ব স্প্রিন্টের সুপারস্টার। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে যার ভাগ্যে জুটেছে ‘নাইটহুড’ উপাধিও।